
চুয়াডাঙ্গা: দামুড়হুদা উপজেলার বড়বলদিয়া সীমান্তে ভারতের অভ্যন্তর থেকে মামুন (৩০) ও আজগার আলী (৫০) নামের ২ বাংলাদেশিকে গরু চোর সন্দেহে গণধোলাই দিয়ে বিএসএফ এর কাছে হস্তান্তর করেছে এলাকাবাসী।
বুধবার ভোর সাড়ে ৩ টার দিকে সীমান্তের ৮৪ নং মেইন পিলার বরাবর ভারতের মুসলিম পাড়া থেকে তাদের আটক করা হয়। আটককৃত মামুন দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভার শ্যামপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে এবং আজগার আলী একই উপজেলার মদনা পারকৃষ্টপুর ইউনিয়নের নাস্তিপুর গ্রামের মফেল উদ্দীনের ছেলে।
চুযাডাঙ্গাস্থ ৬ বিজিবি’র পরিচালক লে.কর্নেল আমির মজিদ জানান, বুধবার ভোরে মামুন ও আজগার সহ ৪-৫ জন বড়বলদিয়া সীমান্তের ৮৪ নং মেইন পিলারের কাছ দিয়ে অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে মুসলিম পাড়ায় যায় গরু আনার উদ্দেশ্যে। এসময় এলাকাবাসীর গরু চোর সন্দেহে হলে তাদেরকে ধাওয়া আটক করে মামুন ও আজগারকে আটক করে অন্যরা পালিয়ে যায়। এসময় তাদেরকে গনধোলাই দিয়ে কাদিপুর বিএসএফ ক্যাম্পে খবর দেই। খবর পেয়ে বিএসএফ ঘটনাস্থলে পৌছিয়ে তাদের ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে সকালে কেষ্টগঞ্জ থানায় সোপর্দ করে।
মদনা পারকেষ্টপুর ইউনিয়নের মেম্বার সাইফুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রতিবেদন: কামরুজ্জামান সেলিম, সম্পাদনা: মাহতাব