
ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দেশে উন্নয়নের গতিধারা এসেছে। মানুষের মধ্যে বিশ্বাস এসেছে। চিকিৎসা সেবা-প্রযুক্তি সবার মধ্যে পোঁছে দিচ্ছি। বিনিয়োগের পরিমাণ বাড়ছে। জীবন জীবিকার ব্যবস্থা হচ্ছে। দারিদ্র্য মুক্ত হচ্ছে দেশ।’
শনিবার সকালে গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ জাতির পিতার স্বপ্নের দেশ হবে। আজ টুঙ্গীপাড়া আলোকিত। ৬টি উপজেলায় শতভাগ বিদ্যুৎ দেয়া হচ্ছে।’
‘উন্নয়নমূলক কাজের মাধ্যমে দেশকে দারিদ্র্যমুক্ত করতে কাজ করছে সরকার। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত করবো, বাংলার দুখী মানুষের মুখে হাসি ফোটাবো’ বলেন প্রধানমন্ত্রী।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন, পায়রা বন্দরের বহিঃনোঙ্গর থেকে পণ্য খালাসের মাধ্যমে অপারেশনাল কার্যক্রমের উদ্বোধনসহ কয়েকটি উন্নয়ন কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর প্রেস উইং-এর তথ্য অনুযায়ী উদ্বোধন হওয়া উন্নয়ন কাজের মধ্যে রয়েছে, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর আওতাধীন ৬ উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন সম্পন্ন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতর কর্তৃক বাস্তবায়নাধীন সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন শীর্ষক প্রকল্পের কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা।
পায়রা বন্দরের বহিঃনোঙ্গর থেকে পণ্য খালাসের মাধ্যমে অপারেশনাল কার্যক্রমের উদ্বোধন। যাত্রাবাড়ী ইন্টারসেকশন থেকে (ইকুরিয়া-বাবুবাজার লিংকসহ) মাওয়া এবং পাঁচ্চর-ভাংগ মহাসড়ক উভয়দিকে ধীরগতির যানবাহনের জন্য পৃথক সার্ভিস লেনসহ ৪ লেনে উন্নীতকরণ প্রকল্প (পদ্মা সেতু লিংক রোড) এর নির্মাণ কাজের উদ্বোধন। এবং আট লেনে উন্নীত যাত্রাবাড়ী-কাঁচপুর মহাসড়কের উদ্বোধন।
নিউজনেক্সটবিডি ডটকম/ওয়াইএ