দায়িত্ব অবহেলায় সিরাজগঞ্জে ৩ শিক্ষক বহিস্কার

সিরাজগঞ্জ: দায়িত্ব অবহেলায় সিরাজগঞ্জের শাহজাদপুরে তিন শিক্ষককে বহিস্কার করা হয়েছে। রোববার বেলা ১২টায় শাহজাদপুর মখদুম শাহ দৌলা মাদ্রাসা কেন্দ্র পরিদর্শন করেন শাজাদপুর সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হাসিবুল হক।
এসময় পরীক্ষা কেন্দ্রে তিন শিক্ষকের অনিয়ম দেখতে পান তিনি। পরে শিক্ষক আব্দুল বারী, মো. মনিরুল ইসলাম, মো. নাজিম উদ্দিনকে চলতি পরীক্ষা থেকে দায়িত্বে অব্যাহতি ও আগামী পাঁচ বছরে এসএসসি বা দাখিল পরীক্ষায় অংশ গ্রহণ না করার নির্দেশ প্রদান করেন।
প্রতিবেদন: শরীফ আহমদ ইন্না