Friday, August 12th, 2016
দায়িত্ব নিয়েই কথা বলেছি: নাছির
August 12th, 2016 at 7:42 pm
দায়িত্ব নিয়েই কথা বলেছি: নাছির

চট্টগ্রাম: সিটি করপোরেশনের মেয়র আজম নাছির উদ্দিন বলেছেন, মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ঘুষ গ্রহণ প্রসঙ্গে যে বক্তব্য রেখেছি তা দায়িত্ব নিয়েই বলেছি।

শুক্রবার বিকালে চট্টগ্রামের মুসলিম ইনিস্টিউট হলে এক্স ক্যাডেটদের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আজম নাছির বলেন, ‘মন্ত্রণালয় থেকে চিঠি এসেছে বলে শুনেছি, তবে তা এখনো হাতে পাইনি। চিঠি দেখে নির্ধারিত সময়ের মধ্যেই জবাব দেয়া হবে।’

এসময় আজম নাছির বলেন, ‘আমি রাস্তার লোক নই, দায়িত্ব নিয়েই কথা বলেছি।’

গত বুধবার চট্টগ্রামের এক অনুষ্ঠানে আজম নাছির বলেছিলেন, প্রকল্পে বরাদ্দের জন্য মন্ত্রণালয় থেকে ৫ শতাংশ ঘুষ চাওয়া হয়েছে, এক কর্মকর্তা একটি পাজারো গাড়িও ঘুষ চেয়েছিলেন বলে অভিযোগ করেছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র।

অনুষ্ঠান শেষে মুসলিম হল প্রাঙ্গন ত্যাগ করার সময় সাংবাদিকরা মেয়র আজম নাছিরকে মন্ত্রণালয়ের চিঠি প্রসঙ্গে জিজ্ঞাসা করলে তিনি বলেন, ‘আমি আজ সকালে ঢাকা থেকে এসেছি, কালও অফিস বন্ধ খোলার তারিখে চিঠি হাতে পেলে অফিসিয়ালি যা করার তা করবো, চিঠির জবাব দেবো।’

মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ঘুষ চাওয়ার কোনো প্রমাণ আছে কিনা? সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে আজম নাছির বলেন, ‘সবইতো আছে, আমি কি রাস্তার লোক? দায়িত্ব নিয়েইতো কথা বলেছি, দায়িত্ব নিয়েই কথা বলবো।’

গত বুধবার নগরের থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে ‘চট্টগ্রাম নগর সংলাপ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র আ জ ম নাছির উদ্দীন অভিযোগ করেন, মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তাকে ৫ শতাংশ করে দিতে রাজি না হওয়ায় করপোরেশনের জন্য পর্যাপ্ত বরাদ্দ পাননি। তিনি আরো অভিযোগ করেন, ‘যদি ৫ শতাংশ করে দিতে পারতাম, তাহলে ৩০০ থেকে ৩৫০ কোটি টাকা আনতে পারতাম।’

গণমাধ্যমে এই সংবাদ প্রকাশিত হওয়ার পর এ অভিযোগের পক্ষে প্রমাণ দেয়ার অনুরোধ জানিয়ে বৃহস্পতিবার মেয়র আ জ ম নাছির উদ্দীনকে চিঠি দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়।

চিঠিতে কোন কর্মকর্তা কোথায় কখন ঘুষ দাবি করেছেন, কে কোথায় কখন পাজেরো জিপ চেয়েছেন, কোন প্রকল্পের অর্থ ছাড়ে কোন কর্মকর্তা জটিলতা সৃষ্টি করেছেন, তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করে উপযুক্ত প্রমাণ মন্ত্রণালয়ে দাখিল করতে অনুরোধ জানানো হয়েছে।

চট্টগ্রামের মেয়র মন্ত্রণালয়ের বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন, তা অত্যন্ত ‘গুরুতর’ উল্লেখ করে আগামী সাত দিনের মধ্যে এসব প্রমাণ দাখিল করতে বলা হয়েছে। মেয়রের আনা অভিযোগে মন্ত্রণালয় তথা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে তাকে দেয়া চিঠিতে জানানো হয়েছে। স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব জ্যোতির্ময় দত্ত এ চিঠি দেন।

নিউজনেক্সটবিডি ডটকম/এসএন/এমআই/জাই

 


সর্বশেষ

আরও খবর

কাউন্সিলর পদ থেকে বরখাস্ত হচ্ছেন ইরফান সেলিম

কাউন্সিলর পদ থেকে বরখাস্ত হচ্ছেন ইরফান সেলিম


করোনা: আরও ২৩ মৃত্যু, শনাক্ত ১৩০৮

করোনা: আরও ২৩ মৃত্যু, শনাক্ত ১৩০৮


সেনাপ্রধান ফেইসবুকে নেই: আইএসপিআর

সেনাপ্রধান ফেইসবুকে নেই: আইএসপিআর


ধর্ষণের সাজা মৃত্যুদণ্ডের চূড়ান্ত অনুমোদন

ধর্ষণের সাজা মৃত্যুদণ্ডের চূড়ান্ত অনুমোদন


করোনায় আরও ১৯ জনের মৃত্যু

করোনায় আরও ১৯ জনের মৃত্যু


বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত ব্যারিস্টার রফিক-উল হক

বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত ব্যারিস্টার রফিক-উল হক


সাগরে ৪ নম্বর সংকেত, বৃষ্টি অব্যাহত থাকবে আরও দুই দিন

সাগরে ৪ নম্বর সংকেত, বৃষ্টি অব্যাহত থাকবে আরও দুই দিন


দু-তিন দিনের মধ্যে আলুর দাম কমবে: বাণিজ্যমন্ত্রী

দু-তিন দিনের মধ্যে আলুর দাম কমবে: বাণিজ্যমন্ত্রী


সারা দেশের নৌ ধর্মঘট প্রত্যাহার

সারা দেশের নৌ ধর্মঘট প্রত্যাহার


অতিরিক্ত মূল্যে আলু বিক্রির দায়ে বরিশালে চার ব্যবসায়ীকে জরিমানা

অতিরিক্ত মূল্যে আলু বিক্রির দায়ে বরিশালে চার ব্যবসায়ীকে জরিমানা