
ঢাকা: গত দশ বছরে এবারই প্রথম চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের আগেই বিদায় নেওয়ার শঙ্কায় রয়েছে বার্সেলোনা। কারণ গতকাল রাতেই পিএসজির কাছে প্রথম লেগে ৪-০ গোলে হেরেছে লা লিগার এই দলটি। শিষ্যদের এমন হারের দায়ভার নিচ্ছেন কাতালান কোচ লুইস এনরিকে! বলেছেন, ‘যদি কোনও ব্যক্তিকে দোষ দিতেই হয় সেটি আমি, কোচ। কারণ এই খেলোয়াড়রাই আগে ম্যাচ জিতিয়েছে।’
৪ গোলের জয়ে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছেন পিএসজি তারকা ডি মারিয়া। করেছেন জোড়া গোল। সার্বিক দলীয় নৈপুণ্যও ছিল চোখ ঝলসানো। তাই প্রতিপক্ষকে কৃতিত্ব দিতে ভুল করেননি বার্সা কোচ, ‘এটা খু্বই সাধারণ বিষয় যে প্রতিপক্ষ আমাদের চেয়েও সেরা ছিল। সেটা বল দিয়ে হোক অথবা বল ছাড়াই হোক। তারা সব দিক থেকেই এগিয়ে ছিল। যেটা ফলাফলের দিকে তাকালেই টের পাওয়া যায়। আমার মনে হয় না আমার এর পরে কোনও ব্যাখ্যার প্রয়োজন রয়েছে।’
প্রথম লেগে জয়ের সঙ্গে সঙ্গে পরের পর্বে যেতে এক পা দিয়ে রেখেছে পিএসজি। যদিও এখনও আশা ছাড়েননি বার্সা কোচ। তার মতে, ‘আমরা বিস্মিত হইনি এই হারে। আর সবচেয়ে বড় কথা হলো আমরা এখনও হাল ছেড়ে দেইনি। আমাদের ৫ গোল করতে হবে।’
প্রকাশ: তুহিন