
ঢাকা: অভিনেত্রী পারভীন সুলতানা দিতি। গত বছরের এই দিনে না ফেরার দেশে চলে যান বাংলা চলচ্চিত্রের এই জনপ্রিয় অভিনেত্রী। আজ তার প্রথম মৃত্যুবার্ষিকী। নিউজ নেক্সট বিডি ডটকমের পক্ষ থেকে রইলো বিনম্র শ্রদ্ধা। তার প্রথম মৃত্যুবার্ষিকী বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি ও তার পরিবার নিয়েছে বিভিন্ন কর্মসূচী।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক অমিত হাসান নিউজ নেক্সট বিডিকে জানান, ‘বাদ আছর শিল্পী সমিতির স্টাডি রুমে মিলাদ মাহফিল এবং স্মরণ সভা অনুষ্ঠিত হবে। এতে সবাইকে উপস্থিত থাকার জন্য তিনি বিনীত অনুরোধ জানাচ্ছি।’
এদিকে দিতির মেয়ে লামিয়া চৌধুরী জানান, নারায়ণগঞ্জের সোনারগাঁতে তার ছোট ভাই দীপ্ত চৌধুরীকে নিয়ে দিতির সমাধি স্থানেই রয়েছেন। সেখানে সকাল থেকেই দোয়া ও কলেমার আয়োজন করা হয়েছে। এছাড়া বাদ যোহর সোনারগাঁ জামে মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। পাশাপাশি অসহায়, এতিম, গরীব, স্কুল থেকে আগত বাচ্চাদের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে।
পারভীন সুলতানা দিতি ১৯৬৫ সালের ৩১ মার্চ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই গান ও অভিনয়ের প্রতি দিতির ছিলো দুনির্বার আকর্ষণ। সেই সূত্রেই ১৯৮৪ সালে নতুন মুখের সন্ধানের মাধ্যমে দেশীয় চলচ্চিত্রে দিতির সম্পৃক্ততা ঘটে। এরপর প্রায় দুই শতাধিক ছবিতে তিনি অভিনয় করেন।
উল্লেখ্য, মস্তিষ্কে ক্যানসারে আক্রান্ত হওয়ায় ২০১৫ সালের ২৫ জুলাই থেকে ভারতের চেন্নাইয়ের মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেডিকস অ্যান্ড ট্রমাটোলজি (এমআইওটি) হাসপাতালে নেয়া হয়। মাঝে কিছুটা সুস্থ হয়ে দেশে ফিরে আসেন। শারীরিক অবস্থার অবনতি ঘটলে সেই বছরের নভেম্বরে আবারও একই হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। বেশ কিছুদিন চিকিৎসাধীন থাকার পরও অবস্থার উন্নতি না হওয়ায় ৮ জানুয়ারি তাকে দেশে ফিরিয়ে আনা হয়। দেশে ফেরার পরপরই তাঁকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের আইসিইউতে থাকাকালীন ২০১৬ সালের ২০ মার্চ বিকেল ৪টা ৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যগ করেন।
প্রতিবেদন: আসিফ আলম, সম্পাদনা: জাবেদ