দিনাজপুরে একই পরিবারের তিন সদস্য অগ্নিদগ্ধ

দিনাজপুর: ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট বাজারে খুচরা জ্বালানি তেলের দোকানে আগুন লেগে একই পরিবারের তিন সদস্য অগ্নিদগ্ধ হয়েছেন।
এ সময় ৩টি বাড়ি ও ৩টি দোকান আগুনে পুড়ে গেছে। শনিবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। অগ্নিদগ্ধরা হলেন, দোকান মালিক বাবলুর ছেলে মো. রনি বাবু (২৫), মেয়ে মনিরা (৩৫) ও স্ত্রী রূপিয়া বেগম (৫৫)।
ফুলবাড়ি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রহমান সরকার জানান, আগুন লাগার ঘটনায় তাৎক্ষণিকভাবে ফুলবাড়ি ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নিয়ন্ত্রনে আনে। অগ্নিদগ্ধদের দ্রুত ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাদের অবস্থার অবনতি হলে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিউজনেক্সটবিডি ডটকম/এসপিকে/এসআই