দিনাজপুরে খ্রিস্টান মিশন স্কুলের নৈশপ্রহরী খুন

দিনাজপুর: দিনাজপুরের আউলিয়াপুরের খ্রিস্টান মিশন স্কুলের একজন নৈশপ্রহরীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ব্যক্তির সুকুমার সরেন (৪৮)।
ওই নৈশপ্রহরী গতকালই চাকরিতে যোগ দেন। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুর রহিম জানান, মধ্যরাতে স্কুলে চোর ঢুকে চুরির চেষ্টা করে। টের পেয়ে সুকুমার চোরকে জাপটে ধরলে চোর তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
ওসি জানান, স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তার মৃত্যু হয়। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
প্রতিনিধি, সম্পাদনা- ময়ূখ