দিনাজপুরে রিকশা চালককে কুপিয়ে হত্যা

দিনাজপুর: দিনাজপুরে এক রিকশা চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার গভীর রাতে বীরগঞ্জ উপজেলায় ভোগনগর ইউনিয়নের বলেয়া-সিংড়া শালবন সড়কের নর্তডাঙ্গী মাদরাসা এলাকা থেকে লাশ উদ্ধার হয়।
নিহত শরিফুল ইসলাম (২৮) ভোগনগর ইউনিয়নের কালাপুকুর গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে।
বীরগঞ্জ থানার এসআই আজম হোসেন প্রধান বলেন, নর্তডাঙ্গী মাদরাসা এলাকায় লাশটি দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ রাত ২টার দিকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। শনিবার ভোরে পরিবারের লোকজন লাশ শনাক্ত করেছেন। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
ছিনতাইকারীরা শরিফুলকে হত্যা করে তার ব্যাটারিচালিত রিকশাভ্যানটি নিয়ে গেছে বলে ধারণা করছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিউজনেক্সটবিডি ডটকম/এসপিকে/এসআই