
ঢাকা: রাজধানীর উত্তরার ১৬ নম্বর সেক্টরের বৌদ্ধমন্দিরের পাশে দিয়াবাড়ি খাল থেকে ইলেক্ট্রনিক্স যন্ত্রসহ আরো ৩টি ব্যাগ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে ওই তিনটি ব্যাগ উদ্ধার করা হয়। পুলিশ ধারণা করছে ইলেক্ট্রনিক যন্ত্রগুলো বিস্ফোরক-বোমা তৈরির সরঞ্জাম হতে পারে। এগুলো পরীক্ষা নিরীক্ষার জন্য ঘটনাস্থলে যাচ্ছে পুলিশের বোমা বিশেষজ্ঞ দল।
তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবে খোদা নিউজনেক্সটবিডি ডটকমকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘ইলেক্ট্রনিক যন্ত্রগুলো কিসের সেগুলো আমরা এখনও নিশ্চিত হতে পারি নি। তাই এগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য ঘটনাস্থলে পুলিশের বোমা বিশেষজ্ঞ দলকে খবর দেয়া হয়েছে।’
গত ১৮ জুন শনিবার রাতে ওই খাল থেকে ৯৫টি ৭.৬২ বোরের পিস্তল, দু’টি নাইন এমএম পিস্তল, ১০৬০টি গুলি, ৪৬২টি ম্যাগজিন (৭.৬২ বোরের ১৮৯টি, এসএমজির ২৬৩টি ও গ্লোক পিস্তলের ১০টি), ১০টি বেয়নেট ও ১০৪টি গুলি বানানোর ছাঁচ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরিরা। পরদিন রোববার সেখানে অভিযান চালিয়ে আরো ৩২টি ম্যাগজিন উদ্ধার করা হয়।
অস্ত্র উদ্ধার প্রসঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া সাংবাদিকদের বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর সাম্প্রতিক অভিযানে অস্ত্র নিজেদের কাছে রাখা নিরাপদ নয় ভেবেই কেউ নিরিবিলি স্থানে সেগুলো ফেলে রেখে যায়। এটা দেশি-বিদেশি ষড়যন্ত্রের অংশ। তাদের মূল উদ্দেশ্য কি ছিল তা তদন্ত করে দেখা হচ্ছে।’
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণসংযোগ বিভাগের উপ কমিশনার মাসুদুর রহমান নিউজনেক্সটবিডি ডটকমকে বলেন, ‘শনিবার বিকালে দিয়াবাড়ি খালের পাশের সড়কে তিনজন লোক একটি নম্বরবিহীন কালো পাজেরো গাড়ি নিয়ে আসে। তারা ওই খালে কয়েকটি ব্যাগ ফেলছিলো। ঘটনাটি তুরাগ থানার এক কনস্টেবল দেখে ফেলেন।’
ডিসি মাসুদ বলেন, ‘ওই পুলিশ কনস্টেবল বিষয়টি তুরাগ থানার ওসিকে জানায়। এরপর ওসি সেই ব্যাগ উদ্ধার করে। পরে আরো অস্ত্র আছে কিনা সে ব্যাপরে সন্ধান করতে তিনি ফায়ার সার্ভিসকে জানান। ফায়ার সার্ভিস এসে পরে তল্লাশি অভিযান চালায়।’
নিউজনেক্সটবিডি ডটকম/পিএসএস/ওয়াইএ