
আসিফ আল আজাদ, গবি প্রতিনিধি: শনিবার (৩১ ডিসেম্বর) ইংরেজি বছরের শেষদিনে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত সাধারণ শিক্ষার্থীরা সন্ধ্যায় ফানুশ উড়ানোর মধ্য দিয়ে পুরাতন বছরের সকল দুঃখ গুলোকেও উড়িয়ে দেয় আকাশে। এসময় ক্যাম্পাসের পুকুরে নৌকা ভাসিয়ে পুরনো বছরের গ্লানি ভুলে নতুন বছরকে স্বাগত জানান তারা।
ভিন্ন ধারার এমন অনুষ্ঠানকে স্বাগত জানান সামাজিক উন্নয়ন সংগঠন বৃন্ত। বৃন্তের প্রতিষ্ঠাতা সদস্য নাইম জোয়ার্দার বলেন, থার্টি ফাস্ট নিয়ে সারা দেশের যা অবস্থা তাতে ধ্বংস হচ্ছে যুবসমাজ এবং ক্ষতি করছে আন্তর্জাতিক ঐতিহ্যকে। এসব থেকে দূরে থাকতে গেলে এমন ব্যতিক্রম ও মার্জিত অনুষ্ঠানের বিকল্প নেই।
ঢাকা বিশ্ববিদ্যালয় মৃত্তিকা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আলিফ আল আজাদ জানান, এ ধরণের আয়োজন প্রথমবারের মত দেখলাম। ক্যাম্পাসের ভিন্ন সংস্কৃতিই বিশ্ববিদ্যালয়গুলোকে অনেক দূর নিয়ে যেতে
পারে।
সাধারণ শিক্ষার্থীরা এই অনুষ্ঠানের ধারাবাহিকতার দাবি করে আয়োজক কমিটিকে কৃতজ্ঞতা জানান। সকলের সাড়া পেয়ে ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন আয়োজক কমিটির সদস্য এ.আই.আশিক । তিনি মনে করেন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এরকম ভিন্ন সংস্কৃতি চর্চায় ক্যাম্পাসের সুনাম অনেক দূরে এগিয়ে যাবে ।
অনুষ্ঠানটি ভিন্ন এবং সকলের কাছে অপরিচিত হওয়াতে আয়োজক কমিটিকে অক্লান্ত পরিশ্রম করতে হয়েছে বলে জানান আরিফুল ইসলাম । তবে অনুষ্ঠান সফলভাবে পরিচালিত করতে পেরে তারাও আনন্দিত যা ভবিষ্যতের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে মনে করেন তিনি ।
সম্পাদনা: প্রণব