
ডেস্কঃ হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বলিউডের দুই প্রভাবশালী ‘খান’ শাহরুখ ও সালমানের বিরুদ্ধে মামলা করলেন দিল্লীর এক উকিল। অ্যাডভোকেট গৌরব গুলাতি এমন অভিযোগ এনে দিল্লির আদালতে মামলাটি দায়ের করেন। বলিউডের এ দুই সুপারস্টারের বিরুদ্ধে আনা অভিযোগটি আদালত আমলে নিয়েছে বলেও জানা গেছে।
‘মন্দিরের মতো করে সাজানো একটি সেটে শাহরুখ-সালমান জুতা না খুলেই প্রবেশ করেন’
এদিকে অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বন্দনা জেইন উভয় পক্ষের আত্মপক্ষ সমর্থনের বক্তব্য শোনেন। যেখানে শাহরুখ-সালমানের পক্ষ থেকে বলা হয়েছে, তারা একটি অস্থায়ী সেটের মধ্যে শুটিং করছিলেন, যে সেটটিকে মন্দিরের মতো করে সাজানো হয়। তাদের দিক থেকে কারও ধর্মীয় অনুভূতিকে আহত করার কোনো উদ্দেশ্যই ছিল না।
প্রসঙ্গত, সম্প্রতি রিয়েলিটি শো ‘বিগ বস’-এর নবম সিজনের জন্য মন্দিরের মতো করে একটি সেট সাজানো হয়। যেখানে শাহরুখ-সালমান জুতা না খুলেই প্রবেশ করেন। আর সেটাই হিন্দুদের ধর্মীয় অনুভুতিতে আঘাত করেছে বলে অভিযোগ ওঠেছে।
নিউজনেক্সটবিডি ডটকম/এমএইচ/টিএস