
রাজশাহী: দুই ঘণ্টায় একটি মটরগাড়ি তৈরি হচ্ছে রাজশাহীর বিসিক শিল্প এলাকায়। সাত বিঘা এলাকাজুড়ে নিলয়-ওসমান মোটর ইন্ডাস্ট্রিজ নামের এ কারখানায় কাজ করছে একশো ৭২ দক্ষ কর্মী। এরমধ্যে নারী রয়েছে ৩০ জন।
কারখানা সূত্রে জানা গেছে, কারখানার ১১টি বিভাগে বর্তমানে কাজ চলছে। এর মধ্যে টেইলারিং, ফ্রেব্রিকেশন ও ফিনিশিং বিভাগে কাজ করছে নারীরা। এদের বয়স ১৮-৩০ এর মধ্যে। প্রতি দুই ঘণ্টায় কারখানায় এখন উৎপাদন হচ্ছে একটি মটরসাইকেল। প্রতিদিন তৈরি হচ্ছে ১৬টি। যশোরের নিতা কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনায় পরিচালিত কারখানাটি এখন পুরোদমে উৎপাদনে। গত বছরের ৮ মার্চ কারখানাটি উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী আমির হোসেন আমু।
সূত্র আরো জানায়, নিলয়-ওসমান মোটর ইন্ডাস্ট্রিজ তৈরি করছে নিতা টেম্পু। ১৫ আসনের এ গণপরিবহনটি অত্যন্ত আরামদায়ক, নিরাপদ, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব। বিশেষ করে রাজশাহী অঞ্চলের জন্য এর ডিজাইন করা হয়েছে। এর মধ্য দিয়ে এ অঞ্চলের গণপরিবহনে যুক্ত হয় আধুনিক একটি বাহন।
কারখানার প্রশাসনিক কর্মকর্তা মাহমুদুন্নবী জুয়েল বলেন, “এ কারখানাটি মূলত মটরগাড়ির বডি ফেব্রিকেশন করছে। আর চেসিস আসছে কোম্পানির যশোরের আরেক কারখানা থেকে। উৎপাদিত গাড়ি রাজশাহীসহ দেশের বিভিন্ন এলাকায় বাজরজাত হচ্ছে। এসব গাড়ির দাম পড়ছে আট লাখ ২০ হাজার টাকা। ডিজেলচালিত গাড়িটি আগামীতে সিএনজি গ্যাসে রূপান্তরের পরিকল্পনা রয়েছে।”
গ্রন্থনা ও সম্পাদনা: আবু তাহের