
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: দুইজন চিকিৎসকসহ দেশে নতুন করে চারজন নভেল করোনাভাইরাস বা কভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৮ জনে। এই ভাইরাসে নতুন করে কেউ আর মারা যাননি বলে জানায় আইইডিসিআর। দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ জন।
শুক্রবার সকালে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান, আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রিনা এক অনলাইন সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
মীরজাদী সেব্রিনা জানান, সবশেষ শনাক্ত হওয়া করোনায় আক্রান্ত চার ব্যক্তির মধ্যে একজন পুরুষ, তিনজন নারী। তাঁদের মধ্যে দুজন ঢাকার, দুজন ঢাকার বাইরের। চারজনের মধ্যে দুজন চিকিৎসক। বাকি দুজনের পেশা উল্লেখ করেননি আইইডিসিআর পরিচালক। চার ব্যক্তির মধ্যে তিনজন আগে শনাক্ত হওয়া রোগীর সংস্পর্শে এসেছিলেন। তবে, আরেকজন কীভাবে আক্রান্ত হলেন, তা এখনো জানা যায়নি।
নতুন ও পুরোনো—সব আক্রান্ত ব্যক্তির অবস্থা স্বাভাবিক রয়েছে। তাঁদের মধ্যে কোনো জটিলতা নেই বলেও জানান তিনি।
উল্লেখ্য, শুক্রবার পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৪ হাজার ৭৫ জনের। আর বিশ্বে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৩২ হাজার ৬৯২ জনে। এদের মধ্যে ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ২২ হাজার ৬৭২ জন।