দুই ট্রাকের সংঘর্ষে এক চালক নিহত

টাঙ্গাইল: দুই ট্রাকের সংঘর্ষে সুকুমার (৫০) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন।
শুক্রবার সকালে বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড়ের ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের গোহালিয়াবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই চালকের বাড়ি বগুড়া সদর উপজেলার তালতলা এলাকায়।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি আছাবুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা লোহার রড ভর্তি একটি ট্রাক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ি এলাকায় পৌঁছলে পেছন দিক থেকে ডাল ভর্তি একটি ট্রাক সামনের ওই ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ডালভর্তি ট্রাকটির চালক নিহত হন।
এ ঘটনা আহত হয়েছেন দুজন। তাদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাশ বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় রয়েছে।
নিউজনেক্সটবিডি ডটকম/এসপিকে/ওয়াইএ