
ঢাকা: প্রথমে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লের ৬ ওভারে ১ উইকেট হারিয়ে আসলো ৭১ রান। ঝড়ো ব্যাটিংয়ে সৌম্য সরকারের হাফ সেঞ্চুরি। বড় ইনিংসের ভিতটা গড়ে দেন ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজে উপেক্ষিত এ ব্যাটসম্যানই। এরপর তোপ দাগাতে থাকেন দলের অভিজ্ঞ দুই কাণ্ডারি মুশফিকুর রহীম ও অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। রিয়াদ না পারলেও হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন মুশফিকও। আর তাতেই নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে বাংলাদেশ টি-টুয়েন্টিতে দলীয় সর্বোচ্চ স্কোর ১৯৩। এর আগে এ সংস্করণে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় স্কোর ছিল ১৯০ রান। ২০১২ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে এ রান করেছিল টাইগাররা।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ইনিংস: ১৯৩/৫ (২০ ওভার)
(জাকির হাসান ১০, সৌম্য সরকার ৫১, মুশফিকুর রহিম ৬৬*, আফিফ হোসেন ০, মাহমুদউল্লাহ রিয়াদ ৪৩, সাব্বির রহমান ১, আরিফুল হক ১*; শিহান মাদুশানকা ০/৩৯, দানুশকা গুনাথিলাকা ১/১৬, ইসুরু উদানা ১/৪৫, থিসারা পেরেরা ১/৩৬, আকিলা ধনঞ্জয়া ০/৩২, জীভন মেন্ডিস ২/২১)।
গ্রন্থনা ও সম্পাদনা: এম কে রায়হান