
সিলেট: ওসমানীনগর উপজেলায় দুই সন্তানকে হত্যায় বাবা ছাতির আলীকে আটক করেছে পুলিশ। হত্যাকাণ্ডের দুই দিন পর বুধবার সকালে তিনি বাড়ি ফিরলে পুলিশ তাকে আটক করে।
ছাতির আলী এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে।
ছাতির আলীর ভাতিজা শাহেদ আহমদ রুহিন জানিয়েছেন, সকালে চিন্তামনি গ্রাশে নিজ বাড়িতে ফিরে আসেন ছাতির। এ সময় ছাতিরকে উদভ্রান্তের মতো দেখাচ্ছিল। তার ফেরার বিষয়টি ওসমানীনগর থানাকে জানানো হয়।
পুুলিশ জানিয়েছে, ছাতির তার দুই সন্তানকে হত্যার বিষয়টি তাদের কাছে স্বীকার করলেও কেন তিনি এই খুন করেছেন, সে বিষয়ে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
সোমবার দুপুরে ছাতির আলী তার দুই শিশুপুত্র রুজেল আহমদ ও মামুন আহমদকে নিয়ে হাওরে মাছ ধরতে যান। সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে শিশু দুটির মরদেহ পাওয়া যায়। তাদের শরীরে ধারালো অস্ত্রের আঘাত ছিল। এই ঘটনার পর থেকে ছাতির আলী নিখোঁজ ছিলেন।
পারিবারিক সূত্র জানিয়েছে, ছাতির আলী ও তার স্ত্রী নূরবী বেগমের মধ্যে প্রায় ৬ মাস ধরে মনোমালিন্য চলছিল। এর জেরেই খুন হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন স্বজনরা।
গ্রন্থনা ও সম্পাদনা: প্রণব