
ভূমধ্যসাগর থেকে দু’দিনে দুই হাজার চারশো অভিবাসনপ্রত্যাশী ও শরণার্থীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। ইতালির উপকূলরক্ষী শনিবার এক বিবৃতিতে এতথ্য জানায়।
বিবৃতিতে বলা হয়, অভিবাসনপ্রত্যাশী বা শরণার্থীরা রাবারের তৈরি নৌকা ও অন্যান্য ছোট ছোট জলযানে করে সমুদ্র পাড়ি দেয়ার চেষ্টা করছিল। শনিবারে প্রায় ২০টি উদ্ধার অভিযান চালানো হয়। এ সময় ১৪টি লাশ পাওয়া যায়।
এ অভিযানে আইরিশ নৌবাহিনীর একটি জাহাজ ও মানবাধিকার গোষ্ঠী ডক্টরস উইদাউট বর্ডার্স এবং সি ওয়াচও অংশ নেয়। ডক্টরস উইদাউট বর্ডার্স শনিবার এক টুইটে বলেন, “আমাদের বিশ্বাস, উদ্ধার অভিযান চলার সময় ১২ জনের মৃত্যু হয়। এদের মধ্যে চারজন শিশু।”
অভিবাসন ও শরণার্থী বিষয়ক আন্তর্জাতিক সংস্থার হিসাব অনুযায়ী, উত্তর আফ্রিকা থেকে ইউরোপে নৌকায় করে সমুদ্রপথ পাড়ি জমানোর চেষ্টায় চলতি বছর তিন হাজার একশো জনেরও বেশি অভিবাসনপ্রত্যাশী বা শরণার্থী সমুদ্রে নিখোঁজ হয় বা মারা যায়।
গ্রন্থনা ও সম্পাদনা: আবু তাহের