
ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসরের আজ শুক্রবার দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচে দুপুর আড়াইটায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে বরিশাল বুলস এবং দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সোয়া সাতটায় ঢাকা ডিনামাইটস খেলবে রাজশাহী কিংসের বিপক্ষে। দুইটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
বিপিএলে দ্বিতীয় ম্যাচ খেলতে নামার আগে মাশরাফি বিন মুর্তজার কুমিল্লা ও বরিশাল সমান্তরালেই রয়েছে। দুই দলই হার দিয়ে বিপিএল শুরু করেছে। প্রথম ম্যাচে চিটাগং ভাইকিংসের কাছে হেরেছিল কুমিল্লা। আর ঢাকা ডিনামাইটসের কাছে হেরেছিল মুশফিকের বরিশাল। আজ জয়ের রথে ফিরতে মরিয়া থাকবে দুদলই।
আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে রাজশাহী মুখোমুখি হবে টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল সাকিবের ঢাকা ডিনামাইটসের। প্রতিপক্ষ ঢাকা বলেই রাজশাহীর জন্য চ্যালেঞ্জটা বেশি। জয়ের কাছাকাছি গিয়েও হেরে যাওয়ায় মানসিকভাবে পিছিয়ে থাকবে স্যামি বাহিনী। সাব্বির রহমান ঘুরে দাঁড়ানোর অবশ্য প্রেরণা খুঁজতে চাইছেন টি-টোয়েন্টির অনিশ্চয়তার মাঝে। যেখানে শক্তিমত্তার পার্থক্য থাকলেও দু’দলের ব্যবধানে কমে আসে ফরম্যাটের কারণে।
সম্পাদনা: জাবেদ