
ঢাকা : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসরের আজ রোববার দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে। দিনের প্রথম ম্যাচে দুপুর দুইটায় রাজশাহী কিংসের মুখোমুখি হবে বরিশাল বুলস এবং দ্বিতীয় ম্যাচে রাত সাতটায় খুলনা টাইটান্সের বিপক্ষে খেলবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দুইটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
এখন পর্যন্ত দুইটি ম্যাচ খেলে একটিতে জিতে পয়েন্ট টেবিলে চতুর্থ অবস্থানে আছে ড্যারেন স্যামির রাজশাহী কিংস। দুইটি ম্যাচ খেলে একটিতে জিতে পয়েন্ট টেবিলে ষষ্ঠ অবস্থানে আছে মুশফিকুর রহিমের বরিশাল বুলস।
মাশরাফি বিন মুর্তজার কুমিল্লা ভিক্টোরিয়ান্স দুইটি ম্যাচ খেলে একটিতেও জয় পায়নি। পয়েন্ট টেবিলে তারা আছে সবার নিচে। তবে, মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা টাইটান্স তিনটি ম্যাচ খেলে দুইটিতে জিতে পয়েন্ট তালিকায় আছে তিন নম্বরে।
বরিশাল বুলস স্কোয়াড: মুশফিকুর রহিম (অধিনায়ক), কার্লোস ব্র্যাথওয়েট, ফজলে মাহমুদ, ধীমান ঘোষ, মেহেদী হাসান, মোহাম্মদ নওয়াজ, দিলশান মুনাবিরা, নাদিফ চৌধুরী, থিসারা পেরেরা, শাহীন হোসেন, শামসুর রহমান, আল-আমিন হোসেন, আবু হায়দার রনি, জস কব, রায়াদ এমরিত, কামরুল ইসলাম রাব্বী, ডাউইড মালান, মনির হোসেন, রুম্মন রইস, শাহরিয়ার নাফিস, তাইজুল ইসলাম।
রাজশাহী কিংস স্কোয়াড: ড্যারেন স্যামি (অধিনায়ক), আবুল হাসান, ইবাদত হোসেন, মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক, নাজমুল ইসলাম, সমিত প্যাটেল, রনি তালুকদার, সালমান হোসেন, মিলিন্দা সিরিবর্দনে, উমর আকমল, দেলোয়ার হোসেন, ফরহাদ রেজা, মোহাম্মদ সামি, নাজমুল হোসেন, নুরুল হাসান সোহান, রকিবুল হাসান, সাব্বির রহমান, উপুল থারাঙ্গা, কেজরিক উইলিয়ামস।
খুলনা টাইটান্স স্কোয়াড: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আব্দুল মজিদ, অলক কাপালি, কেভন কুপার, হাসানুজ্জামান, জুনায়েদ খান, মোহাম্মদ আসঘার, নাইম ইসলাম জুনিয়র, নিকোলাস পুরান, শুভাগত হোম, তাইবুর রহমান, আব্দুল হালিম, আবু সায়েম, আরিফুল হক, আন্দ্রে ফ্লেচার, বেনি হাওয়েল, বেন লাফলিন, মোশাররফ হোসেন রুবেল, নূর হোসেন, শফিউল ইসলাম, লেন্ডল সিমন্স, রিকি ওয়েসেলস।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স স্কোয়াড: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), আব্দুল্লাহ আল মামুন, আল-আমিন, জ্যাসন হোল্ডার, ইমরুল কায়েস, খালিদ লতিফ, লিটন দাস, মোহাম্মদ সাইফুদ্দীন, নাবিল সামাদ, নাজমুল হোসেন শান্ত, রশীদ খান, শাহজাইব হাসান, সোহেল তানভীর, আহমেদ শেহজাদ, আসহার জাইদি, ইমাদ ওয়াসিম, জসিমউদ্দিন, নুয়ান কুলাসেকারা, মোহাম্মদ শরীফ, নাহিদুল ইসলাম, রভম্যান পাওয়েল, মারলন স্যামুয়েলস, সৈকত আলী।
সম্পাদনা: জাবেদ