
দুবাই: এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমান দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর দুর্ঘটনার কবলে পড়ে। বিমানটি বুধবার ভারতের কেরালা থেকে ৩০০ জন যাত্রী এবং ক্রু নিয়ে দুবাইয়ের উদ্দেশ্যে যাত্রা করে।
অনলাইনে পোস্ট করা ছবিতে দেখা গেছে, বিমানটি থেকে পুরু কালো ধোঁয়া বের হচ্ছে। স্থানীয় সময় ১২টা ৪৫ মিনিটে বিমানটি লেজের ওপর ভর করে অবতরণ করে। এর ডান দিকের ডানায় আগুন লেগে যায় এবং ইঞ্জিনের একটি অংশ ধ্বংস হয়ে যায়। অবশ্য আগুন ছড়িয়ে পড়ার আগেই যাত্রীদের নিরাপদে সরিয়ে নেয়া হয়।
প্রত্যক্ষদর্শী একজন পাইলট জানান, বিমানটি দ্রুতগতিতে নেমে এসে এর লেজের দিকের অংশ দিয়ে রানওয়েতে আঘাত করে।
দুবাই সরকারের মিডিয়া অফিস টুইটারে জানায়, সব যাত্রীদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে এবং কোন হতাহতের ঘটনা ঘটেনি। টুইটার বার্তায় বলা হয়, আমাদের প্রধান অগ্রাধিকার সবার নিরাপত্তা রক্ষা করা। এমিরেটস এয়ারলাইন কর্তৃপক্ষ জানায়, বোয়িং-৭৭৭ বিমানটিতে যাত্রী ছিলেন ২৭৫ জন, বাকীরা বিমানের ক্রু।
কর্তৃপক্ষ জানিয়েছে, দুবাইয়ের ফ্লাইটগুলির বিলম্ব হতে পারে তবে অন্যান্য ফ্লাইটগুলি নির্ধারিত সময়ে শারজাহ থেকে উড্ডয়ন করবে।
এমিরেটস এয়ারলাইন্স মধ্যপ্রাচ্যের বৃহত্তম বিমান পরিবহন সংস্থা। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর প্রতি বছর ৬৬ মিলিয়নের বেশি যাত্রীদের সেবা দেয়। সূত্র: বিবিসি, এনডিটিভি
নিউজনেক্সটবিডি ডটকম/এফকে/এসজি