
ঢাকা: ছুটি ও অবকাশ শেষে রোববার থেকে সুপ্রিমকোর্ট খুলেছে। বিচারপ্রার্থী, আইনজীবী ও সংশ্লিষ্টদের আগমনে আবারো মুখরিত হয়ে উঠেছে সর্বোচ্চ আদালত সুপ্রিমকোর্ট অঙ্গন।
৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২৯ অক্টোবর পর্যন্ত সাপ্তাহিক ছুটি, ঈদ-উল-আযহা, দুর্গাপূজাসহ সরকার ঘোষিত ছুটি এবং কোর্টের অবকাশের ফলে সর্বোচ্চ আদালতে নিয়ামিত বিচারিক কার্যক্রম বন্ধ ছিল। তবে এ সময়ে জরুরি বিষয় নিষ্পত্তির জন্য সুপ্রিমকোর্টের উভয় বিভাগে অবকাশকালীন বেঞ্চ এ মামলা পরিচালনা ব্যবস্থা ছিল।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বিচারিক এখতিয়ার দিয়ে হাইকোর্ট বিভাগে অবকাশকালীন বিভিন্ন বেঞ্চ গঠন করে দেন। আপিল বিভাগের চেম্বার কোর্টে তারিখ ও সময় ঠিক করে দিয়ে আদালত নির্ধারণ করে দেয়া হয়। এ সময় উভয় বিভাগে বেশ কিছু মামলায় আদেশ দেওয়া হয়েছে।
দীর্ঘ ৫১ দিন পর ৩০ অক্টোবর থেকে সুপ্রিমকোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হবে। অবকাশকালীন ছুটি শেষে রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ও সুপ্রিমকোর্টের উভয় বিভাগের বিচারপতিগণ অ্যাটর্নি জেনারেল, সুপ্রিমকোর্ট বার-এর সভাপতি-সম্পাদক ও বিজ্ঞ আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন।
সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার অনুরোধ জানানোর পর এই সাক্ষাৎ সভা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০টা থেকে পোনে একটা পর্যন্ত সুপ্রিমকোর্টের আপিল বিভাগের সামনের লনে(বাগানে)মনোরোম পরিবেশে এই সভা অনুষ্ঠিত হয়। তবে সেই সভায় মেডিয়া এলা্ও ছিল না।
প্রতিবেদন: ফজলুল হক, সম্পাদনা: মাহতাব শফি