দুর্গোৎসবে সেলফি তুলুন পুরস্কার জিতুন

দশদিক আলো করে ত্রিনয়নী মা দুর্গা এসেছেন এই ত্রিভুবনে। আর মায়ের আগমনের এই উৎসবকে আরো রঙিন করে তুলতে নিউজনেক্সটবিডি ডটকম আয়োজন করেছে ‘সেলফিতে দুর্গোৎসব’। আপনিও এ উৎসবে যোগ দিন। আমাদের কাছে পাঠিয়ে দিন এবারের দুর্গাপূজোয় আপনার তোলা সেরা সেলফিটি।
যেভাবে প্রতিযোগিতার অংশ নিবেন:
- নিউজনেক্সটবিডি ডটকম’র ফেসবুক পেইজে লাইক দিয়ে আপনার তোলা সেরা সেলফিটি ইনবক্স করুন।
- আপনার ছবিটি একটি নির্দিষ্ট ফ্রেমে বসিয়ে নিউজনেক্সটবিডি ডটকম’র ফেসবুক পেইজে আপলোড করা হবে। ছবিটির লিংক আপনাকে ইনবক্স করা হবে।
- তারপর সেলফিটি আপনার ফেসবুক ওয়ালে শেয়ার করুন। আর তাতে লাইক, কমেন্ট ও শেয়ারের ভিত্তিতে জিতে নিন পুরুস্কার।
- প্রতিটি লাইক ১ পয়েন্ট, কমেন্ট ৩ পয়েন্ট ও শেয়ার ৫ পয়েন্ট করে গণ্য করা হবে। যার ছবিতে যত বেশি পয়েন্ট থাকবে তিনিই হবেন বিজয়ীদের একজন।
- প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আপনাকে পেতে হবে কমপক্ষে এক হাজার পয়েন্ট।
- হ্যাশ ট্যাগ ব্যবহার করতে হবে। (যেমন- #newsnextbd.com)
পুরস্কার
- প্রথম বিজয়ী পাবেন একটি স্মার্টফোন
- দ্বিতীয় বিজয়ী পাবেন একটি ট্যাব
- তৃতীয় বিজয়ী পাবেন কক্সবাজার রির্টান এয়ার টিকিট
- এছাড়াও আরো ১২জন পাবেন আকর্ষণীয় পুরস্কার
আরো থাকছে …
প্রথম তিন জন বিজয়ীর সঙ্গে আড্ডা দিবে ‘নিউজনেক্সটবিডি ডটকম’ ও ‘রেডিও আমার’
- বিজয়ী প্রথম তিন জন অংশ নিবেন রেডিও আমার এর লাইভ শো’তে
- আর নিউজনেক্সটবিডি ডটকমে ছাপানো হবে তাদের এক্সক্লুসিভ ইন্টারভিউ
নিউজনেক্সটবিডি ডটকম, রেডিও আমার ও ইভেন্ট ২৪ এর কেউ এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না।