দুর্ঘটনার শিকার ডিক্যাপ্রিও

বিনোদন ডেস্ক: হলিউডের ‘দ্য রেভনেন্ট’সিনেমায় অস্কার জয়ী অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও ও তার মডেল প্রেমিকা নিনা আগদাল দুর্ঘটনার শিকার হয়েছেন। পিটিআইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার বিকেলে নিউইয়র্কের পূর্ব হ্যাম্প গ্রামে দুর্ঘটনার শিকার হন ডিক্যাপ্রিও ও নিনা।
নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, একটি মিনি কুপার ঐ জুটির গাড়ির পেছনের দিকে ধাক্কা দেয়। দুর্ঘটনাস্থলে একটি অ্যাম্বুলেন্স ডাকা হয়েছিল। তবে এটি ছোট খাটো দুর্ঘটনা ছিল। একটি সূত্র বলেছে, ডিক্যাপ্রিও ও নিনা গাড়ির পেছনে বসা ছিলেন। গাড়িটি হলিউড অভিনেতার এক বন্ধুর গাড়ি ছিল। সবাই ভাল আছেন।
প্রতিবেদন ও সম্পাদনা: ইয়াসিন