
ঢাকা: সন্দেহভাজনদের আটক বা অভিযানে সহায়তার জন্য নিজস্ব বাহিনী এবং আসামীদের রাখতে হাজতখানা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
কমিশনের সচিব বলেছেন, কমিশনকে যাতে পুলিশের মুখাপেক্ষী হয়ে থাকতে না হয় সেজন্যই এমন পরিকল্পনা নিয়েছেন তারা।
দুর্নীতিবিরোধী সংস্থা টিআইবি বলছে, দুর্নীতির জন্য দায়ীদের বিচারের মুখোমুখি করতে পারলেই দুদকের এসব উদ্যোগ সফল হবে।
দুর্নীতির জন্য সন্দেহভাজনদের আটক করা বা তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনার দুদকে পুরোপুরি নির্ভর করতে হয় পুলিশের সহায়তার ওপর। আবার কাউকে আটক করা হলে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং এর আগে ও পরে তাদের রাখতে হয় থানা হাজতে। সংস্থাটি এখন চাইছে এসব বিষয়ে নিজেকে আরও সক্ষম করে তুলতে।
কমিশনের সচিব আবু মোহাম্মদ মোস্তফা কামাল বলেন, কমিশনকে যাতে পুলিশের মুখাপেক্ষী হয়ে থাকতে নয় সেজন্য নিজস্ব বাহিনী ও হাজতখানা বানানোর সিদ্ধান্ত নিয়েছেন তারা।
তার মতে, এসব বিষয়ে দুটো কমিটি কাজ করছে আর এসব কমিটির রিপোর্ট পাওয়ার পর দ্রুতই সরকারের কাছে প্রস্তাব পাঠাবেন তারা।
কিন্তু দুদকের স্বাধীনভাবে কাজ করার সক্ষমতা নিয়েই যেখানে প্রশ্ন রয়েছে কিংবা কার্যক্রম পরিচালনায় নানা চাপ মোকাবেলা অভিযোগ রয়েছে সেখানে এ ধরনের উদ্যোগ কতটা কাজে দেবে ?
কমিশন আশা করছে তাদের কাছ থেকে এ ধরনের যে প্রত্যাশা সবার রয়েছে সেটি পূরণের জন্যই কমিশনকে আরও শক্তিশালী ও কার্যকর করে তুলতে নিজস্ব বাহিনী তৈরির মতো সিদ্ধান্তগুলো ভূমিকা রাখবে।
সূত্র: বিবিসি, সম্পাদনা- মাহতাব শফি