‘দেমাগ’ নিয়ে তানিন

ঢাকা: ‘দেমাগ’ নামের নতুন চলচ্চিত্রে নাম লেখালেন নায়িকা তানিন সুবাহ। পি জি মোস্তফার কাহিনীতে ছবিটি পরিচালনা করছেন এ আর মুকুল নেত্রবাদি। চলচ্চিত্রটিতে তানিন সুবহার বিপরীতে অভিনয় করবেন নায়ক রিপন গাজী।
নতুন চলচ্চিত্রে চুক্তি বদ্ধ হওয়া নিয়ে তানিন সুবহা বলেন, ‘দেমাগ’ চলচ্চিত্রটির কাহিনি ও গল্প শুনে আমার খুব ভালো লেগেছে। খান মঞ্জিল ও চৌধুরী মহল দুটি পরিবারের দ্বন্দ্ব নিয়েই ছবির কাহিনী। আমার বিশ্বাস দর্শকরা ‘দেমাগ’ উপভোগ করবেন।’ তানিন সুবাহা ছাড়াও দেমাগ সিনেমায় আরও অভিনয় করছেন রেহানা জলি, সিরাজ হায়দার, গাঙ্গুয়া, কাবিলা।
প্রতিবেদক: আসিফ আল, সম্পাদনা: ইয়াসিন