
ঢাকা: আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই দেশকে অন্যের হাতে তুলে দেয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
তিনি বলেন, এই অবৈধ, অনির্বাচিত সরকার দেশ পরিচালনার নামে দেশকে বোধ হয় অন্যের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্রে ব্যস্ত। সেই ষড়যন্ত্র বন্ধ করতে পারে শুধু দেশের মানুষ।
বুধবার সন্ধ্যায় রাজধানীর ইস্কাটনে লেডিস কাবে ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
খালেদা জিয়া বলেন, বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে সরকার দেশকে অন্যের হাতে তুলে দেয়ার কাজ শুরু করেছে। ওই ঘটনার পর এই বাহিনীর মনোবল দুর্বল হয়ে পড়ায় তারা সীমান্তে মানুষকে রক্ষা করতে পারছেনা।
তিনি বলেন, সীমান্তের ভেতরে ঢুকে (বিএসএফ) মানুষ মেরে যাচ্ছে। তারা (সরকার) এর কোনো প্রতিবাদ করতে পারেনা। বাংলাদেশ আজ কোনো অবস্থায় চলে গেছে যে, মিয়ানমার পর্যন্ত হেলিকপ্টার দিয়ে আকাশ সীমা লঙ্ঘন করে। বিজিবি কিছু করতে পারেনা। কারন নিজেদের দেশের মানুষ হত্যা করে তারা দুর্বল হয়ে গেছে।
বিএনপি চেয়ারপারসন বলেন, পুলিশের মন মতো সব কিছু চলছে। তারা যাকে ইচ্ছা ধরে নিয়ে যাচ্ছে, ক্রসফায়ার দিচ্ছে, মহিলাদেরও নির্যাতন করছে। এসবের প্রতিবাদ করার কেউ নেই। প্রতিবাদ করলে তাদেরকে জেল-জুলুম, অত্যাচার সহ্য করতে হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ভাইসচেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল মান্নান, যুগ্ম মহাসিচব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।
নিউজনেক্সটবিডি ডটকম/পিএসএস