
ঢাকা: দেশকে নিয়ে যা হচ্ছে তা বাজিখেলা বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক গোলটেবিল আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, আমরাতো (বিএনপি) ১০ বছরের বেশি হল ক্ষমতার বাইরে, রাজপথে আছি। প্রয়োজনে আরও ২০ বছর কাটাতে হলেও কাটাই, তবুও দেশটাকে বাছাই।
‘সুন্দরবন: সর্বনাশের আর এক নাম-রামপাল বিদ্যুৎ কেন্দ্র’ শীর্ষক এ গোলটেবিল আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বন ও পরিবেশ বিষয়ক উইং।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বর্তমানে দেশে লাখ টাকার প্রজেক্ট কোটি টাকা দিয়ে করা হচ্ছে। খুশি করা হচ্ছে বিদেশিদেরকে। বাংলাদেশের মানুষ যে ঋণী হচ্ছে তা ভবিষ্যতে পরিশোধ করতে পারবে না।
রামপাল কয়লা বিদ্যুৎ প্রকল্প নিয়ে তিনি বলেন, এ প্রকল্প যদি রাজনৈতিক বিবেচনায় করার পরিকল্পনা থাকে তাহলে রাজনৈতিকভাবেই মোকাবেলা করতে হবে।
এ প্রকল্পের মাধ্যমে সুন্দরবনের ক্ষতি হলেও ভারত লাভবান হবে দাবি করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, প্রকল্পে ভারতকে অনেক সুবিধা দেয়া হচ্ছে। প্রকল্প বন্ধ করতে সকল কিছু দিয়ে আন্দোলনে নামতে হবে।
এ সময় সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি বলেন, দেশ বাঁচান। এসব বিষয় নিয়ে লিখুন। আর লিখতে না পারলেও অনুভব করেন।
বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুলের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আক্তার হোসেন খান, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আওয়াল খান প্রমুখ।
প্রতিবেদন: শেখ রিয়াল, সম্পাদনা: মাহতাব শফি