
ঢাকা: চলতি অর্থবছরের প্রথম তিন মাসে বিদেশি বিনিয়োগের প্রস্তাব বাড়লেও দেশি বিনিয়োগ কমছে বলে জানিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিআইডিএ-বিডা)। দেশি-বিদেশি বিনিয়োগ সংক্রান্ত হালনাগাদ এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, জুলাই-সেপ্টেম্বরে দেশি বিনিয়োগের জন্য নিবন্ধিত হয় দুশো ৬৯টি শিল্প ইউনিট। তাদের প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ ১৯ হাজার পাঁচশো দশ কোটি টাকা। গত বছরের একই সময়ে এ বিনিয়োগের পরিমাণ ছিল ২৯ হাজার একশো সাত কোটি টাকা। নিবন্ধিত শিল্প ইউনিটের সংখ্যা ছিল তিনশো ৯৪টি। এ হিসেবে তিন মাসে স্থানীয় বিনিয়োগ প্রস্তাব কমেছে ৩৩ শতাংশ। অন্যদিকে চলতি অর্থবছরের প্রথম তিন মাসে বিদেশি বিনিয়োগের প্রস্তাব ১৭৬ শতাংশেরও বেশি বেড়েছে।
প্রতিবেদনে আরো বলা হয়, চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষে তিনশো পাঁচটি শিল্প প্রতিষ্ঠান নিবন্ধিত হয়। এ প্রতিষ্ঠানগুলোর প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ ৫০ হাজার তিনশো ৫১ কোটি টাকা। বিনিয়োগের এ অংক আগের তিন মাস এপ্রিল-জুন সময়ের চেয়ে প্রায় ২৫ শতাংশ বা দশ হাজার ১৭ কোটি টাকা বেশি। চলতি ২০১৬ সালের এপ্রিল-জুন সময়ে বিআইডিএতে নিবন্ধিত চারশো ৪৪টি শিল্প ইউনিটের প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ ছিল ৪০ হাজার দুশো ৩৪ কোটি টাকা।
প্রতিবেদনে বলা হয়, একই সময়ে ১৫টি শতভাগ বিদেশি ও ২১টি যৌথ বিনিয়োগের জন্য নিবন্ধিত শিল্পে অর্থাৎ বৈদেশিক বিনিয়োগ সংবলিত ৩৬টি নিবন্ধিত শিল্প ইউনিটের প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ দাঁড়ায় ৩০ হাজার সাতশো ৪১ কোটি টাকা। এপ্রিল-জুন তিন মাসে বৈদেশিক বিনিয়োগ সংবলিত মোট ৫০টি নিবন্ধিত শিল্পের প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ ছিল ১১ হাজার একশো ২৭ কোটি টাকা। এ হিসেবে বিদেশি বিনিয়োগ প্রস্তাব বেড়েছে একশো ৭৬ দশমিক ২৭ শতাংশ।
বিডার পক্ষ থেকে বলা হয়, আলোচ্য তিন মাসে স্থানীয় ও বৈদেশিক সম্মিলিতভাবে ইঞ্জিনিয়ারিং শিল্পখাতে সর্বাধিক বিনিয়োগ প্রস্তাব পাওয়া গেছে। এটি মোট বিনিয়োগের ৬৮ দশমিক ৬৩ শতাংশ। এছাড়া রাসায়নিক শিল্পখাতে ১০ শতাংশ, টেক্সটাইল শিল্পখাতে ৫.৭৪ শতাংশ, প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন্স শিল্পখাতে ৩.১৩ শতাংশ এবং অন্যান্য শিল্পখাতে ১২.৫ শতাংশ বিনিয়োগ প্রস্তাব পাওয়া গেছে। তিন মাসে নিবন্ধিত তিনশো পাঁচটি শিল্পে ৫৩ হাজার দুশো ৭৯ লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
গ্রন্থনা ও সম্পাদনা: আবু তাহের