
ঢাকা: দেশের উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনার বিকল্প নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া আইন ও প্রশাসন বিষয়ে প্রশিক্ষণ বিসিএস ক্যাডারদের সরকারি দায়িত্ব পালনের ক্ষেত্রে এগিয়ে নেবে বলে উল্লেখ করেন তিনি।
বৃহস্পতিবার রাজধানীর শাহবাগে বিসিএস ক্যাডারদের কোর্স সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, এদেশ আমাদের। স্বাধীন দেশ। এদেশকে আমরা গড়ে তুলতে চাই। বিজয়ী দক্ষ জাতি হিসেবে গড়ে তোলার জন্য আমরা কাজ করছি। আইন ও প্রশাসন বিষয়ে প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ। এ অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।
তিনি বলেন, বিসিএস প্রশাসন ক্যাডারদের আইন ও প্রশাসন বিষয়ে জ্ঞান জরুরি। উন্নয়ন প্রশিক্ষণ কোর্স সরকারি দায়িত্ব পালনের ক্ষেত্রে সহায়ক হবে।
শেখ হাসিনা বলেন, পূর্ব পাকিস্তানে আমরা ছিলাম অবেহলিত। প্রশাসন থেকে শুরু করে সব ক্ষেত্রে এখন আমরা আছি। কিন্তু সেসময় বাঙালিরা ছিল না। পাকিস্তান আমলে সব ক্ষেত্রেই বাঙালিরা ছিল অবহেলিত। বিরাট বৈষম্য ছিল সেসময়। কোনো বড় পদ বাঙালি কখনও পায়নি। বাঙালিদের সবসময় অবেহলা করতো। মনে করতো বাঙালিরা আবার কি করবে। সেই বাঙালিদের কাছেই পাকিস্তানিররা একাত্তরে পরাজিত হয়।
বাঙালি জাতির ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে জীবনের বেশির ভাগ সময় জেলে কাটিয়েছেন জাতির পিতা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, একাত্তরের সেই যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে তোলেন বঙ্গবন্ধু। ১ কোটির বেশি মানুষ শরণার্থী ছিল। সম্পূর্ণ একটি ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে দেশকে গড়ে তোলেন জাতির পিতা।
সম্পাদনা: জাবেদ চৌধুরী