
ডেস্ক: দেশের কোথাও কারো কোনো নিরাপত্তা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘সারাদেশের মানুষ উদ্বেগ ও উৎকণ্ঠায় দিনাতিপাত করছে। দেশের কোথাও কারো কোনো নিরাপত্তা নেই, দেশে আইন-শৃঙ্খলা বলতে এখন কিছুই নেই।’
শুক্রবার বেলা সোয়া ১১টায় দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
সংবাদ সম্মেলনে নারী ও শিশুদের প্রতি সাম্প্রতিক সহিংসতার কথা তুলে ধরে রিজভী বলেন, সম্প্রতি ঘটে যাওয়া কয়েকটি ঘটনা পর্যালোচনা করলে দেখা যায় শিশু কিশোর ধর্ষণ ও নারীদের হামলার ঘটনা যে হারে বেড়েছে তা রীতিমতো আঁতকে ওঠার মতো। নারী ও শিশুদের নিরাপত্তা নিয়ে এখন সারাদেশের অভিভাবকরা চিন্তিত হয়ে পড়ছে।
তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রীও একজন নারী। তিনি কারণে অকারণে অকাতরে কথার ধারাবর্ষণ করে যান। বিশেষভাবে নিজ দেশের বিরোধী দলগুলোকে কষে গালমন্দ করতে সারা দুনিয়ায় তার জুড়ি মেলা ভার। দেশে এতসব ঘটনা ও পদে পদে নারী লাঞ্ছনা, ধর্ষণ, ধর্ষণের পর হত্যা ও শাসকদলের অঙ্গ সংগঠনগুলোর পৈশাচিকতায় প্রধানমন্ত্রী নিশ্চুপ কেন?
তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে নারী সমাজসহ সকল স্থরের মানুষকে সকল পৈশাচিকতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
গ্রন্থনা ও সম্পাদনা: প্রণব