
ঢাকা: দেশের ক্ষতি হয় এমন সংবাদ প্রকাশ না করতে গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
তিনি বলেন, ‘দেশের ক্ষতি হয় এমন সংবাদ পরিবেশন করবেন না। অবিবেচিত সংবাদ পরিবেশনে অনেক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হয়েছে। তাই এ ধরণের সংবাদ পরিবেশন থেকে বিরত থাকুন। বিষয়টি আপনাদের বিবেচনার জন্য রেখে গেলাম।’
সোমবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের দ্বিবার্ষিক সাধারণ সভায় তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশের উন্নয়নের গতিরোধ করতে একটি গোষ্ঠী অপচেষ্টা চালাচ্ছে। যারা এ কাজ করছে তাদের চিহ্নিত করতে গেলে দেখা যাবে ৭৫ পরবর্তী সময়ে যারা রগকাটা রাজনীতি প্রবর্তন করেছে, তারাই পরবর্তী সময়ে জেএমবি, আনসারুল্লা বাংলাটিম, হুজি বিভিন্ন নামে আত্মপ্রকাশ করেছে।’
তিনি বলেন, ‘তারা বিদেশি কোন টেরোরিস্ট না, হোম গ্রোন জঙ্গি। তাদের শেকড়ে টান দিলেই দেখা যাবে জঙ্গিদের আশ্রয়-প্রশ্রয়দাতা, মাস্টারমাইন্ডের ঠিকানাও একই। দেশের উন্নয়ন ও যুদ্ধাপরাধের বিচারকে বাধাগ্রস্ত করতে দেশীয় সন্ত্রাসীরাই এসব কর্মকাণ্ড চালাচ্ছে।’
আসাদুজ্জামান খাঁন বলেন, ‘অনেক দেশের রাষ্ট্রদূতই অামার সঙ্গে সাক্ষাত করেছেন। তাদেরকে আমি স্পষ্ট করে বলে দিয়েছি, বাংলাদেশে বিদেশি টেরোরিস্ট বা আইএস বলতে কিছু নেই, এরা লোকাল সন্ত্রাসী।’
সভায় আরো বক্তব্য দেন- সংসদ সদস্য এ্যাডভোকেট সানজিদা খানম, বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের আহ্বায়ক ফরিদ হোসেন, সাংবাদিক আবুল কালাম আজাদ প্রমুখ।
নিউজনেক্সটবিডি ডটকম/পিএসএস