দেশের প্রথম খ্রিস্টান রেডিও

ঢাকা: রাজশাহী ক্যাথলিক ডাইয়োসিস এর অন্তর্গত বগুড়ার এম্মাউস ক্যাথলিক চার্চে ‘রেডিও জ্যোতি’ নামের একটি অনলাইন রেডিও স্টেশনের যাত্রা শুরু হয়েছে। বিশপ জের্ভাস রোজারিও দেশের প্রথম এই ক্যাথলিক রেডিও স্টেশনটির উদ্বোধন করেন। অনলাইনে www.radiojyotibd.com ঠিকানায় রেডিওটি শুনেত পাওয়া যাবে।
রেডিও জ্যোতির লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বিশপ জের্ভাস রোজারিও বলেন, ‘এই রেডিও স্টেশনের লক্ষ্য ও উদ্দেশ্য হলো শিক্ষা, ধর্মীয় গান ও নাটক, নৈতিক শিক্ষা ও মূল্যবোধ, নারী ও শিশুদের সুরক্ষা, পরিবেশ ও বাঙালি সংস্কৃতির সংরক্ষণ।’
তিনি উল্লেখ করেন যে, রেডিও অনুষ্ঠান পরিবেশনের জন্য ইতোমধ্যে ২৫ জন স্থানীয় যুবক-যুবতীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে যার মধ্যে বেশিরভাগ আদিবাসী। বর্তমানে প্রতিদিন তারা ১ ঘন্টাব্যাপী অনুষ্ঠান পরিবেশন করছেন।
নিউজনেক্সটিবিডি ডটকম/টিএস