
ঢাকা: যুব দিবস উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সহযোগিতায় বাংলাদেশে প্রথমবারের মতো নারীদের ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সোয়া ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে শুরু হয় ম্যারাথন। পরে ১০ কিলোমিটার পথ দৌড়ায় প্রতিযোগিরা। এতে ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার নারীরা অংশগ্রহণ করেন।
ওই প্রতিযোগিতায় প্রথম হয়েছেন সেনাবাহিনীর সুমি আক্তার। দ্বিতীয় হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর মেরুনা ও তৃতীয় হয়েছেন সেনাবাহিনীর স্মৃতি।
সুমি ৪৮ মিনিট ২২ সেকেন্ডে ১০ কিলোমিটার দৌড় শেষ করেন। এই তিনজনকে ট্রফি দেয়া হয়।
১০ কিলোমিটার ম্যারাথনের এলাকা ছিল- ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শুরু হয়ে শাহবাগ, সাইন্সল্যাব, নিউমার্কেট, আজিমপুর, পলাশী, শহীদ মিনার, শিক্ষাভবন, মৎস ভবন, কাকরাইল মসজিদ, বুয়েট, ঢাকা মেডিকেল কলেজ, দোয়েল চত্বর, কদম ফোয়ারা, হলি ফ্যামিলি হসপিটাল, কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, রূপসী বাংলা, শাহবাগ হয়ে আবার টিএসসি এসে শেষ হয়। এসময় রাস্তায় যান চলাচল বন্ধ থাকে।
ঢাকা উইমেনস ম্যারাথনে বিজয়ী প্রথম তিনজনকে ট্রফি, পাঁচজনকে নগদ অর্থ ও প্রথম একশ জনকে পদক দেয়া হয়। অংশগ্রহণকারী সবাইকে দেয়া হয় সম্মাননা সনদ।
সনদ ছাড়াও প্রথমজনকে ৩০ হাজার টাকা, দ্বিতীয়জনকে ২৫ হাজার, তৃতীয়জনকে ২০ হাজার, চতুর্থজনকে ১৫ হাজার এবং পঞ্চমজনকে ১০ হাজার টাকা দেয়া হয়। ১ ঘণ্টা ২৫ মিনিটে ১০ কিলোমিটার দৌড় শেষ করা ১০০ জনকে পদক ও সনদ দেয়া হয়। এই দৌড় প্রতিযোগিতায় ২৮৯ জন অংশগ্রহণ করেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।
এর আগে সকাল ৯টায় টিএসসিতে এর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
মূসা ইব্রাহীমের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের প্রাধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া সাহা, বাংলাদেশ এ্যাথলেটিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিস।
নিউজনেক্সটবিডি ডটকম/এমআই/জাই