
ঢাকা: দেশের বাজারে যাত্রা শুরু করলো বিশ্বখ্যাত ত্বক পরিচর্যাকারী ব্র্যান্ড ‘এনশ্যানটর’। উইপ্রো-উনযা ওভারসিস লিমিটেড এবং তাদের বাংলাদেশি অংশীদার এসএমভি কনজ্যুমারস লিমিটেডের মাধ্যমে দেশের বাজারে যাবে ‘এনশ্যানটরের সব ধরনের প্রসাধনী পণ্য। বৃহস্পতিবার ‘দ্য ডেইলি স্টার’ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশের বাজারে যাত্রা শুরু করলো বিখ্যাত এই প্রসাধনী ব্র্যান্ড।
অনুষ্ঠানে উইপ্রো কনজ্যুমার কেয়ার লাইটিংয়ের কান্ট্রি ম্যানেজার বিবেক ভাইভ বলেন, ‘এনশ্যানটরের বেশ চাহিদা থাকলেও এতোদিন বাণিজ্যিকভাবে বাংলাদেশে কোনো পণ্য ছিল না। বেশিরভাগ ক্ষেত্রে অবৈধভাবে এনশ্যানটরের বিভিন্ন পণ্য বাংলাদেশে আসত। মানুষের বিউটি পণ্যের ক্ষেত্রে ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখেই এ দেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেস্টিজ বাংলা লিমিটেডের চেয়ারম্যান আসিফ মঈন, ম্যানেজিং ডিরেক্টর আমান মঈন, এসএমভি কনজুমারস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর কাজী জিয়াউল হাসান, চেয়ারম্যান সায়েদ মাযহারুল হকসহ বিভিন্ন দোকান মালিক ও তাদের প্রতিনিধি।
নিউজনেক্সটবিডি ডটকম/আরকে/এমএস