
ঢাকা: সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডির বিশেষ ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, ব্যবসায়ীরা নিজেদের ব্যবসার স্বার্থে রাজনীতিতে যোগ দিচ্ছেন। তারা জানেন ব্যবসায় উন্নতি করতে হলে রাজনীতি প্রয়োজন। সুতরাং রাজনীতি এখন দেশের বড় ব্যবসা হয়ে দাঁড়িয়েছে।
বৃহস্পতিবার সকালে রাজধানীতে স্বল্পোন্নত দেশগুলো নিয়ে এ প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে উদ্যোক্তা তৈরির সবচেয়ে বড় অন্তরায় সুশাসনের অভাব।
দেশে টেকসই উন্নয়নের জন্য দরকার ব্যপক আকারে উদ্যোক্তা তৈরি— কিন্তু বাংলাদেশে ছোট ও মাঝারি উদ্যোক্তা সেভাবে তৈরি হচ্ছে না—এ কথা উল্লেখ করে সিপিডি বলছে, দেশের নীতি কাঠামোতে গুটি কয়েক প্রতিষ্ঠান ও ব্যক্তিকে সুবিধা দেওয়া হয়েছে। উপেক্ষিত হয়েছে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা।
সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুনের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরো বক্তব্য দেন, সিপিডির বিশেষ ফেলো ড. মোস্তাফিজুর রহমান। গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন সিপিডির গবেষক খন্দকার গোলাম মোয়াজেম।
নিজস্ব প্রতিবেদক, সম্পাদনা: এম কে রায়হান