
ওয়াশিংটন ডিসি: বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট এনেট ডিক্সন বলেছেন, ‘বাংলাদেশে শিক্ষার গুণগতমান বৃদ্ধি করতে বিশ্বব্যাংকের সাহায্য-সহযোগিতা অব্যাহত থাকবে’। ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংকের হেডকোয়ার্টারে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে তিনি এ কথা বলেছেন।
ডিক্সন আরো বলেন, ‘বাংলাদেশে শিক্ষার উন্নয়নে আরো নতুন প্রকল্প গ্রহণের জন্য বিশ্বব্যাংক উদ্যোগ নিবে।’ আগামী অক্টোবর মাসে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম বাংলাদেশ সফর করবেন বলেও তিনি জানান।
বুধবার এক সরকারি তথ্যবিবরণীতে জানানো হয়, গত মঙ্গলবার ডিক্সনের সাথে বৈঠক করেন নাহিদ। বৈঠকে বাংলাদেশে শিক্ষার উন্নয়নে বিশ্বব্যাংকের বিভিন্ন প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় নারী শিক্ষার প্রসার, মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রী ঝরে পড়া রোধ ও কারিগরি শিক্ষায় গুরুত্বারোপসহ সামগ্রিক শিক্ষা ব্যবস্থায় সফলতার জন্য শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের ভূয়সী প্রশংসা করে ডিক্সন তাকে অভিনন্দন জানান।
বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্য হিসেবে আরো উপস্থিত ছিলেন শিক্ষা সচিব সোহরাব হোসেন, অতিরিক্ত সচিব ও সেকায়েপ’র প্রকল্প পরিচালক ড. মো. মাহমুদ-উল-হক এবং বিশ্বব্যাংকের বিকল্প পরিচালক মোহাম্মদ মোশাররাফ হোসেন ভূইয়া।
নিউজনেক্সটবিডি ডটকম/এসকে/জাই