দেশের সব ব্যাংক বন্ধ ৪ জুলাই
ঢাকা: দেশের সব ব্যাংক ৪ জুলাই সোমবার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে ৪ জুলাইয়ের পরিবর্তে ১৬ জুলাই শনিবার ব্যাংক খোলা থাকবে। আর ২ ও ৩ জুলাই পোশাকশিল্প এলাকার ব্যাংকগুলো খোলা থাকবে।
রোববার বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র ও উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আনোয়ারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
২২ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাহী আদেশে ৪ জুলাই ছুটি ঘোষণা করা হয়। ওই দিনের পরিবর্তে ১৬ জুলাই (শনিবার) অফিস খোলা রাখার সিদ্ধান্ত হয়। ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা ৯দিন (১-৯ জুলাই) ঈদের ছুটি পাচ্ছেন।
নিউজনেক্সটবিডি ডটকম/এমএস/এসআই