
ঢাকা: দেশের স্বাস্থ্য ব্যবস্থা জোরদার এবং বিশেষ করে দরিদ্রদের জন্য স্বাস্থ্যসেবা উন্নয়নে সহায়তা দিতে বিশ্ব ব্যাংক অতিরিক্ত ১৫০ মিলিয়ন ডলার অর্থায়ন মঞ্জুর করেছে। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিশ্বব্যাংক।
সরকারের হেলথ সেক্টর-ওয়াইড প্রোগ্রাম বাস্তবায়নের মাধ্যমে স্বাস্থ্যখাতের উন্নয়ন অব্যাহত রাখতে এই অতিরিক্ত অর্থায়ন করছে বিশ্বব্যাংক। এতে টিকার আওতা বৃদ্ধি, সরকারি স্বাস্থ্য কেন্দ্রে গর্ভবতী নারীদের প্রসব সেবার উন্নয়ন এবং যক্ষ্মা প্রতিরোধসহ স্বাস্থ্যখাতের চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারি প্রচেষ্টায় এই সহায়তা দেয়া হচ্ছে।
পাশাপাশি এই অর্থায়ন স্বাস্থ্যখাতে সরকারি অর্থ ব্যয় থেকে আরো ফলাফল পেতে সরকারি অর্থায়ন ব্যবস্থার উন্নয়ন সহায়ক হবে। সেই সঙ্গে দেশে প্রথমবারের মতো ওয়েব-ভিত্তিক কমপ্লায়েন্ট-হ্যান্ডেলিং মেকানিজমসহ স্বাস্থ্য তথ্য ব্যবস্থা উন্নয়ন এই অর্থ সহায়ক হবে। স্বাস্থ্য খাতে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। মাতৃ ও শিশু স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা উন্নয়নের জন্য বাংলাদেশ আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে।
নিউজনেক্সটবিডি ডটকম/এসজি/জাই