
রংপুর: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘সারা দেশে এক থেকে দেড়’শ জঙ্গি রয়েছে। এরা জামায়াত-শিবির সৃষ্ট জেএমবি, আনসারুল্লাহ বাংলা টিম, হরকাতুল জিহাদসহ বিভিন্ন সংগঠনের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে।’
তিনি বলেন, ‘এদের অধিকাংশকেই গ্রেফতার করা হয়েছে। বাকিরাও অচিরেই গ্রেফতার হবে। এরা ধর্মের নামে, ইসলামের নামে আমাদের দেশকে কালিমা লেপন করতে চাচ্ছে। ইসলামসহ কোন ধর্মই হতাকাণ্ড সমর্থন করেনা।’
শনিবার বিকালে রংপুর পুলিশ লাইনস মাঠে পুলিশের রংপুর রেঞ্জ আয়োজিত বিভাগীয় পর্যায়ের সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সর্বধর্মীয় প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কোন হত্যাকাণ্ড হলেই দশ মিনিটের মধ্যে ওয়েব সাইটে চলে যায় এটা আইএস করেছে। দেশে আইএস’র কোন অস্তিত্ব নেই। ইসলাম নিয়ে যারা খেলা করছে তাদের স্থান বাংলাদেশে নেই।’
তিনি বলেন, ‘দেশি-বিদেশি ষড়যন্ত্রে যারা শান্তির ধর্ম ইসলামকে নিয়ে খেলছে, তাদের বাংলাদেশে কোন স্থান নেই। বাংলাদেশে জাতি, ধর্ম, বর্ণ, পেশা নির্বিশেষে সমাজের সকল স্তরের মানুষ এখন জঙ্গিবাদ নির্মূলে জেগে উঠেছে। জঙ্গি- সন্ত্রাসের বিরুদ্ধে সারাদেশ আজ ঐক্যবদ্ধ হয়েছে।’
মন্ত্রী আরো বলেন, ‘১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর জামায়াত-শিবির রগকাটার মাধ্যমে এদেশে জঙ্গিবাদের সূচনা করে। একাত্তরের পরাজিত শক্তিরাই এদেশে হত্যাযজ্ঞ চালাচ্ছে। যখন উন্নয়নে বাংলাদেশ বিশ্বে রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে, তখন তারাই ধর্মের নামে জঙ্গিবাদের উত্থান ঘটাচ্ছে।’
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ প্রধান (আইজিপি) একেএম শহিদুল হক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে জঙ্গি দমনের ডাক দিয়েছেন। তার ডাকে সারা দিয়ে দেশবাসী ঐক্যবদ্ধ হয়েছেন। বাংলাদেশ সম্প্রীতির দেশ। এই সম্প্রীতি নষ্ট হতে দেয়া যাবে না।’
রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুকের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন রংপুর-৪ আসনের সংসদ সদস্য এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি টিপু মুনশি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব মশিউর রহমান রাঙ্গা, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র (প্রতিমন্ত্রী) আলহাজ্ব সরফুদ্দীন আহমেদ ঝন্টু, আবুল কালাম, হোসনে আরা লুৎফা ডালিয়া, রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ প্রমুখ।
নিউজনেক্সটবিডি ডটকম/পিএসএস