
ঢাকা: আগামীকাল মঙ্গলবার ঢাকা ছাড়ছেন ভারতীয় ব্যাটসম্যান ইউসুফ পাঠান। প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আবাহনীকে সুপার সিক্সে পৌঁছে দিয়েই দেশে ফিরে যাচ্ছেন এ ভারতীয় ব্যাটসম্যান। তার খেলা সর্বশেষ দুই ম্যাচেই জয় পেয়েছে দলটি।
‘প্রথম ম্যাচে প্রাইম ব্যাংকের বিপক্ষে ৬০ রানের ইনিংস খেলে দলের জয়ে দারুণ অবদান রেখেছিলেন পাঠান’
প্রথম ম্যাচে প্রাইম ব্যাংকের বিপক্ষে ৬০ রানের ইনিংস খেলে দলের জয়ে দারুণ অবদান রেখেছিলেন পাঠান। তবে দ্বিতীয় ও শেষ ম্যাচে তেমন কিছু করতে পারেনি। ওপেনিংয়ে নেমে দুই বাউন্ডারিতে ৫ বলে ৮ রান করে আউট হন তিনি। তবে পাঠান না পারলেও দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়ে কাজটি করে নিয়েছেন অধিনায়ক তামিম ইকবাল।
বাংলাদেশে আসার পর ইউসুফ পাঠান জানিয়েছিলেন তিনি শুধুমাত্র ২টি ম্যাচই খেলবেন। ২ ম্যাচ খেলে রমজানের কারণে দেশে ফিরে যাবেন তিনি। আগামীকালই দেশে ফিরে যাচ্ছেন তা নিশ্চিত করেছেন আবাহনীর ম্যানেজার শেখ মামুন।
নিউজনেক্সটবিডি ডটকম/টিএস