
ঢাকা: সব ঠিকঠাক থাকলে আগামী বৃহস্পতিবারই দেশে ফিরবেন মুস্তাফিজুর রহমান। লন্ডন থেকে ফিরে এই খবর জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। মুস্তাফিজের কাঁধে অস্ত্রোপচারের সময় সেখানে উপস্থিতও ছিলেন তিনি। ফলে মুস্তাফিজের বর্তমান শারীরিক অবস্থা আগের থেকে ভাল আছে বলেও জানান তিনি।
‘মুস্তাফিজের রিহ্যাব প্রক্রিয়া সঠিকভাবে করার জন্য শুরু থেকেই লন্ডনে অবস্থান করছেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী। সেখানে ফিজের সার্বক্ষণিক দেখাশোনা তার অধীনেই হচ্ছে বলে জানান পাপন।’
রোববার দেশে ফিরে পাপন জানান, ‘আমি মুস্তাফিজের অস্ত্রোপচারের আগে ও পরে সেখানে ছিলাম। চিকিৎসক তার ভালোর জন্য শুক্রবার রাতে থাকতে বলেন। যদিও সেদিনই তার হাসপাতাল ছাড়ার কথা ছিল। পরদিনই শনিবার হাসপাতাল থেকে রিলিজ পায় সে। যদি সব কিছু ঠিক থাকে তাহলে ১৮ আগস্ট, বৃহস্পতিবার লন্ডন থেকে দেশে ফিরে আসবে সে। তবে যদি চিকিৎসক তাকে সেখানে আরও কিছু দিন থাকার পরামর্শ দেন, তাহলে আরও কিছুদিন লন্ডনে থাকবে হয়তো।’
নিউজনেক্সটবিডি ডটকম/টিএস