
ঢাকা: রবিবার সকালে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটে মেলবোর্ন-সিঙ্গাপুর হয়ে হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বিমানবন্দরে নেমেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন।
৭দিন মেলবোর্নে চিকিৎসা নেওয়া সাকিব ইতোমধ্যেই রিহ্যাব শুরু করেছেন। আঙুলের কন্ডিশন আগের চেয়ে ভালো বলে জানালেন, আমি ইতোমধ্যে রিহ্যাব শুরু করে দিয়েছি। ওখানে হ্যান্ড থেরাপিস্টকে দেখানো হয়েছে। ওখানকার দেওয়া প্রেসক্রিপশন মেনেই কাজ করছি। কাজগুলো ঠিকমতো করতে পারলে আমার জন্যই ভালো হবে।
আঙুলের সবশেষ অবস্থা নিয়ে সাকিব জানালেন, এই মুহূর্তে ইনফেকশন নিয়ন্ত্রণে আছে। যদিও প্রতি সপ্তাহে ব্লাড টেস্ট করে ইনফেকশনের বিষয়টিতে নিশ্চিত থাকতে হবে। এখন খুবই ভালো। কোনো সমস্যাবোধ করছি না। এখন শুধু সময়ের ব্যাপার কতদিনে আমার শক্তি ফিরে আসে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও তার খেলা নিয়ে রয়ে গেছে অনিশ্চিয়তা। বাঁহাতের কনিষ্ঠ আঙুল কবে ঠিক হবে এ ব্যাপারে সাকিব নিজেও সঠিক তথ্য জানাতে পারলেন না। বললেন, এটা এমন একটা সমস্যা যার কোন সময় বেঁধে দেওয়া সম্ভব নয়। খুব ভালো বোধ করলে সামনের মাসেও খেলতে পারি! গুরুত্বপূর্ণ হচ্ছে আমার হাতের শক্তি কতক্ষণে ফিরে আসে। রিহ্যাবের মাধ্যমে তাড়াতাড়ি ফিরে আসতে পারে। যদি আসে তাহলে সামনের মাসেও খেলতে পারি। আবার রিহ্যাবের পর ব্যথা অনুভব করলে অপেক্ষা করতে হবে। কিন্তু নিশ্চিত করে কিছু বলা যাবে না। আশা করি একমাস পরই খেলতে পারবো।
অনেকেই বলছেন, সাকিবের বিশ্বকাপটাই নাকি সংশয়ে পড়ে গেছে এই চোটের কারণে। আগামী বছর জুনে ইংল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপ নিয়ে সবার সংশয়ের জবাবে সাকিবের বললেন, যেহেতু এই চোট থেকে সেরে ওঠার কোনো নির্দিষ্ট সময়সীমা কেউ দিতে পারছে না, তাই এ ব্যাপারে আমি নিশ্চিত করে কিছু বলতে পারব না। এমনও হতে পারে, আমি পরের মাসেই খেলতে পারি, আবার মাঠে নামতে নামতে ছয় মাসও লেগে যেতে পারে।
নিজস্ব প্রতিবেদক, সম্পাদনা: এম কে রায়হান