
স্পোর্টস ডেস্ক : দীর্ঘ সাড়ে ৫ মাস পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। মঙ্গলবার দিবাগত রাত ২ টা ৫০ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেন তিনি।
বনানীতে নিজ বাসাতেই থাকবেন সাকিব। কিছুদিনের মধ্যে করোনাভাইরাস পরীক্ষা করাবেন তিনি। পরীক্ষার রিপোর্টের ফল নেগেটিভ আসলেই ফিটনেসের জন্য লড়াই শুরু করবেন সাকিব। আগামী ২৯ অক্টোবর আন্তর্জাতিক ক্রিকেটে নিষেধাজ্ঞা শেষ হচ্ছে সাকিবের। এরপরই ক্রিকেটে ফেরার সুযোগ পাবেন তিনি। সেই লক্ষ্যে ক্রিকেটে প্রত্যাবর্তনের প্রস্তুতিটা বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে করবেন বাংলাদেশের সেরা অল রাউন্ডার। জুয়াড়ির তথ্য গোপন করায় গত বছরের ২৯ অক্টোবর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল সাকিবের ওপর এক বছরের নিষেধাজ্ঞা আরোপ করে।
আসন্ন শ্রীলংকা সফরে সাকিবকে দলে চায় টিম ম্যানেজমেন্ট। তবে লংকা সফরের প্রথম টেস্ট থেকে খেলার সুযোগ পাবেন না তিনি। কারন ২৪ অক্টোবর থেকে শুরু হবে সিরিজ। আর ২৯ অক্টোবর শেষ হবে সাকিবের নিষেধাজ্ঞা। তবে সিরিজের বাকী অংশে সাকিবকে পাবার আশা দলের।