
ঢাকা: দমন-পীড়ন চালিয়ে জনগণের মৌলিক অধিকার হরণ এবং বিরোধী দলীয় নেতা-কর্মীদের ওপর ক্রমাগত জুলুম নির্যাতনের ফলে দেশে এক ভীতিকর অবস্থা বিরাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ মন্তব্য করেন। প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ‘বর্তমান ক্ষমতাসীন গোষ্ঠী গণতান্ত্রিক আচার আচরণ ত্যাগ করে অগণতান্ত্রিক পন্থায় একপেশে নীতিতে দেশ শাসন করছে।’
‘জনগণকে উপেক্ষা করে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর অতি মাত্রায় নির্ভরশীলতার কারনেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে’ বলেন বিএনপির এ মহাসচিব।
বিএনপির নেতাদের গ্রেফতার সম্পর্কে ফখরুল বলেন, ‘বিরোধী দলীয় নেতা-কর্মীসহ সাধারণ নাগরিকদের জীবনযাত্রা এখন চরম হুমকির মুখে। সারাদেশে বিরোধী দলীয় নেতা-কর্মীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী সন্ত্রাসীদের নির্যাতন-নিপীড়নের পাশাপাশি চলছে গ্রফতারি অভিযানের হিড়িক।’
বিএনপির নেতাদের বাড়িতে হামলার বিষয়ে তিনি বলেন, ‘গতকাল বরিশাল জেলার গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবুল হোসেন মিয়ার বাড়িতে বিএনপি’র সভা করার সময় পুলিশের উপস্থিতিতে ছাত্রলীগ ও যুবলীগের সশস্ত্র সন্ত্রাসীরা হামলা চালিয়েছে।
‘পুলিশ উল্টো বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করেছে। এই ধরণের অন্যায় ও জুলুম নির্যাতনের বিরুদ্ধে দেশের মানুষের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই’ উল্লেখ করেন মহাসচিব। এই ধরণের ন্যাক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং গ্রেফতারকৃত নেতাকর্মীদের নি:শর্ত মুক্তির জোর দাবি জানান তিনি।
প্রতিবেদক: শেখ রিয়াল, সম্পাদনা: ইয়াসিন