
ক্যালিফোর্নিয়া: মার্কিন গায়ক প্রিন্সের প্রিয় গিটার এবং ব্রিটিশ গায়ক ডেভিড বাউয়ির একগুচ্ছ চুল নিলামে মোট ১ লাখ ৫০ হাজার ডলারে বিক্রি হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক নিলাম প্রতিষ্ঠান হেরিটেজ অকশন ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে এই নিলামের আয়োজন করে।
হলুদ রঙের ক্লাউড গিটারটি প্রিন্সের প্রিয় গিটারের মধ্যে একটি। এটি ১ লাখ ৩৭ হাজার ডলারে বিক্রি হয়। মার্কিন ফুটবল দল ইন্ডিয়ানাপোলিস কোল্ট এর মালিক জিম ইরসে এটি কিনে নেন। ১৯৮০ সালে গিটারটি নির্মিত হয়। ১৯৯০ সালের মাঝামাঝি সময় পর্যন্ত বিভিন্ন কনসার্টে এটি বাজাতেন প্রিন্স।
বাদ্যযন্ত্র সংগ্রাহক হিসেবে জিম ইরসের সুখ্যাতি রয়েছে। তার সংগ্রহে বব ডিলান এবং জন লেননের মতো কিংবদন্তির ব্যবহার করা বাদ্যযন্ত্র রয়েছে। এছাড়া গত ডিসেম্বরে তিনি প্রখ্যাত ব্রিটিশ ব্যান্ড বিটলস এর ড্রামার রিঙ্গো স্টারের ড্রাম ২.১ মিলিয়ন ডলারে কিনে নিয়েছেন বলে জানা গেছে।
এদিকে ডেভিড বাউয়ির চুলের গোছা ১৮ হাজার ৭৫০ ডলারে বিক্রি হয়। লন্ডনের মাদাম তুসো জাদুঘরের সাবেক কর্মী এগুলো কিনেন। উভয় গায়ক চলতি বছরের শুরুতে মারা যান। গত এপ্রিলে মিনেসোটায় নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন প্রিন্স এবং জানুয়ারিতে ক্যান্সারে আক্রান্ত বাউয়ি মারা যান। সূত্র: বিবিসি
নিউজনেক্সটবিডি ডটকম/এফকে/ওয়াইএ