
কুষ্টিয়া: দৌলতপুর সীমান্তে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টায় এ বৈঠক শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে।
উপজেলার প্রাগপুর ইউনিয়নের দয়রামপুর সীমান্তের ১৫১/১০ (এস) সীমান্ত পিলার সংলগ্ন মাথাভাঙ্গা নদীর ওপার নোম্যান্সল্যান্ডে এ বৈঠক শুরু হয়। পতাকা বৈঠকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষে ১৫ সদস্য প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শহিদুল ইসলাম (পিএসসি) এবং বিএসএফের ( ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী) পক্ষে ১৫ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন লালবাগ ৪৩ বিএসএফ কমান্ডেন্ট ডিআইজি সত্যেন্দ্র নাথ মিশ্র।
পতাকা বৈঠকে অবৈধ অনুপ্রবেশ, বাংলাদেশিদের দেখামাত্র গুলি না করা, চোরাচালান প্রতিরোধ, কাঁটাতারের বেড়া রক্ষাণাবেক্ষণসহ সীমান্তের বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসু আলোচনা হয় বলে বিজিবি সূত্র জানায়।
প্রতিবেদন: প্রতিনিধি, সম্পাদনা: ইয়াসিন