
ঢাকা: দ্বিতীয়বারের মতো কন্যা সন্তানের মা হলেন চিত্রনায়িকা রেসি। বুধবার রাত ১০টা ৪০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন রেসি। মা ও মেয়ে দুজনেই এখন সুস্থ আছেন বলে জানিয়েছেন তার স্বামী পান্থ শাহারিয়ার।
পান্থ শাহরিয়ার বলেন, আমি খুবই আনন্দিত সৃষ্টিকর্তা আমাকে আরেকটি ফুটফুটে কন্যা সন্তান দিয়েছেন এবং আল্লাহ্র রহমতে মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন।
তিনি আরো বলেন, আমার বড় মেয়ের বয়স সাড়ে তিন বছর। ২০১৩ সালে আমার বড় মেয়ের জন্ম।তার নাম রাদোয়া ইসলাম প্রার্থনা। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। ২০১২ সালে চট্টগ্রামের ব্যবসায়ী পান্থ শাহরিয়ারকে বিয়ে করেন চিত্রনায়িকা রেসি।
উল্লেখ্য ২০০৫ সালে নির্মাতা বুলবুল জিলানীর ‘নীল আচল’ ছবির মাধ্যমে প্রথম চলচ্চিত্রে পা রাখেন রেসি। এর পর ৩০টিরও বেশি ছবিতে অভিনয় করেন এই নায়িকা।
প্রতিবেদক: নাহিদ ন্যাস, সম্পাদনা: জাহিদ