
ঢাকা: রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট চত্বরে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনে কাউন্সিল অধিবেশন শুরু হয়েছে।
রোববার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টা ৩৮ মিনিটে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইনস্টিটিউট চত্বরে যোগ দিলে অধিবেশন শুরু হয়। তিনি এই অধিবেশনে সভাপতিত্ব করছেন।
উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন। এছাড়া দলের নতুন নেতা নির্বাচনের জন্যও কাউন্সিলদের প্রতি আহ্বান জানান তিনি।
এর আগে দেশের বিভিন্ন স্থান থেকে আগত কাউন্সিলরা অধিবেশনে যোগ দিয়েছেন। অধিবেশনে বিভিন্ন জেলার সাংগঠনিক নেতাদের বক্তব্য শেষে দলের গঠনতন্ত্র, ঘোষণাপত্র সংশোধনী অনুমোদনের পর নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়া শুরু হবে। বর্তমান কমিটি ভেঙে দিয়ে কার্যনির্বাহী সংসদের নতুন কমিটি নির্বাচন করা হবে।
গ্রন্থনা ও সম্পাদনা: প্রণব