
ঢাকা: ইউরো-২০১৬ তে তুরস্ককে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই শেষ ষোলর টিকিট নিশ্চিত করলো বিশ্ব ফুটবরের পরাশক্তি স্পেন। এই জয়ে ইউরোর হ্যাটট্রিক শিরোপা জয়ের লক্ষ্যে আরো এক ধাপ এগিয়ে গেল দলটি। শুক্রবার রাতে ৩-০ ব্যবধানের জয়ে তুরস্কের জালে আলভারো মোরাতা দুটি ও নোলিতো একটি করে গোল করেন।
‘ফ্রান্সের নিসে প্রতিপক্ষের ভুলে শুরুতেই এগিয়ে যেতে পারতো স্পেন।’
ফ্রান্সের নিসে প্রতিপক্ষের ভুলে শুরুতেই এগিয়ে যেতে পারতো স্পেন। দশম মিনিটে জর্দি আলবার ক্রস বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালেই পাঠিয়ে দিচ্ছিলেন হাকান বাল্তা। তবে পোস্টে লাগলে সেবার বেঁচে যায় তুরস্ক।
গোলের জন্য অবশ্য এরপর বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি স্পেনকে। দুই ফরোয়ার্ড মোরাতা ও নোলিতোর সম্মিলিত প্রচেষ্টায় মাত্র তিন মিনিটের ব্যবধানে স্কোরলাইন ২-০ করে ফেলে স্প্যানিশরা। ৩৪তম মিনিটে প্রথম গোলটি করেন মোরাতা, আর রক্ষণভাগের ভুলে দ্বিতীয় গোলটি নোলিতোর পা থেকে আসে ৩৭ মিনিটে।
দ্বিতীয়ার্ধের শুরুতে জয় প্রায় নিশ্চিত করে ফেলেন মোরাতা। ৪৮তম মিনিটে আন্দ্রেস ইনিয়েস্তার রক্ষণচেরা পাস ডি বক্সে পেয়ে আলবা পাস দেন অরক্ষিত মোরাতাকে। বিনা বাধায় গোলরক্ষকের দুপায়ের ফাঁক দিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি।
নিউজনেক্সটবিডি ডটকম/টিএস